ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাস্তব। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে দেশের আপামর জনসাধারণের জীবনমান পরিবর্তনের লক্ষ্য নিয়ে "ডিজিটাল বাংলাদেশ" গড়ার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাহসী স্বপ্নের সুফল আমরা পেতে শুরু করেছি। ইতিমধ্যে মহাকাশে বাংলাদেশের প্রথম স্যাটেলাইটসহ কয়েকটি বড় প্রাপ্তি বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে নিয়ে গেছে অন্য রকম উচ্চতায়। বাংলাদেশ প্রযুক্তি বিশ্বে অর্জন করে নিয়েছে নিজেদের একটি সম্মানজনক স্থান।
করোনাকালীন ভয়াবহ পরিস্থিতিতে আমরা দেখেছি, সারাবিশ্বে যখন অর্থনীতির প্রবৃদ্ধি নিম্নগামী তখন বাংলাদেশ উর্ধ্বগামী প্রবৃদ্ধি অর্জন করেছে। ই-নথি ব্যবহার করে সরকারি অফিসে কার্যক্রম সচল রেখেছে। ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে সকল ধরণের সভার কার্যক্রম চলমান রয়েছে।
ঘরে বসেই সাধারণ জনগন ভূমি, কৃষি, স্বাস্থ্যসহ নিত্যপ্রয়োজনীয় অধিকাংশ সেবা গ্রহণ করতে পারছে।
এসবই সম্ভব হচ্ছে ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়নের কারণে।
আপডেটঃ ২৩/০২/২১
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS