নানা আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো ডিজিটাল বাংলাদেশ দিবস- ২০২১। ২০১৭ সালে প্রথমবার সরকারিভাবে এ দিবস ঘোষণার পর টানা ৫ম বারের মতো দিবসটি পালিত হলো। দিবসটি উদযাপনে এবারের প্রতিপাদ্য ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগন’।
এ উপলক্ষ্যে লালমনিরহাটে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে বর্ণাঢ্য র্যালী, সেমিনার, রচনা প্রতিযোগিতা, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক এবং চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রং-বেরঙের ফেস্টুন, ব্যানার, প্ল্যাকার্ড, বেলুনসহ ছাত্র, শিক্ষক, জনপ্রতিনিধি, উদ্যোক্তা, ফ্রিল্যান্সারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের জনগণ এ কর্মসূচিতে অংশ নেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস